আত্মীয় -বন্ধু সবার সাথে চিড়িয়াখানায় যাওয়া
বহু কষ্টে সবাই মিলে একবার মাঠে খেলা
ফ্লুরীর রামবলগুলো যেন এক একটা গোলা!
বিকেল-গোধুলীতে পেট ভরে পুলী-পিঠৈ ধরে খাওয়া
সন্ধ্যাবেলায় গা ভাসানো গঙ্গাসাগরের হাওয়া
বইমেলা ঘুরে খুজতাম অজানা কেউ
আশা-পরিকল্পনা-ইচ্ছার ভাসত ঢেউ
ভবিষ্যতে ভেবেছিলাম হব একদিন দ্রাবিড়
আজ একরকম টিকে আছি,বাইরে ঘুরছে কোভিড।
No comments:
Post a Comment