Tuesday, 12 January 2021

সম্পর্ক (2021)

সম্পর্ক

আজকে যদি না পাও দু্ঃখ
শেষ দিন নাই বা পেও
গল্প শেষে লাভ নেই ভেবে
গল্প বলতে চেও।
ছেড়ে যাওয়া দিন,
ভূলে যাওয়া মুখ,
ভাবনা-ঝগড়া-প্রতিশ্রুতি
সময় পাবে না,খরচের খাতায়
আজই গুনে দেখ ক্ষতি।
খবর আসবে,ফুরিয়ে গিয়েছে
পৃথিবীতে কারও দিন,
তার আগেও কিন্তু ফিরত প্রান
সুখের আশা যতই না ক্ষীন।
শেষের পরে রইবে না কিছু-
দরজা হয়ে যাবে বন্ধ,
কি হতে পারত,কি বা বলতাম
মনে বাজবে শুধু দ্বন্দ্ব।

No comments:

Post a Comment

Vaccine-scepticism

One of the most bizarre things you hear today in the post -Covid world is that the pandemic was a conspiracy by giant corporates, drummed up...