আমার স্বপ্নে যখন তোমায় দেখি
দু্ঃখে-ভয়ে আজও চমকে উঠি
আস তুমি কেন ,আমি বা দেখতে পাই?
বলি জানা নেই, কিন্ত তারপরে ভাবি
ভবিষ্যতের এটাই হয়তো দাবি--
আজ আছি যা কিছু নিয়ে বেচে
একদিন হারাব, যাবে তাও ঘুচে,
যা কিছু না পাওয়া,মন যে বলছে
তারে ফিরে পাবে না গো ভাই
যা পেয়েছি তার দ্বিগুণ হারিয়ে গেছে,
পাব না ফেরত,তাও যে খুজতে চাই।
No comments:
Post a Comment