যদি তুমি থাকতে
আজ তুমিও হতে আক্রান্ত
দূর থেকে আমরা ভাবতাম
তুমি কি এখন আছ?
না জেনে টিভির পর্দায়ে সন্ধান করতাম
আর না পেয়ে, হতাম বিষণ্ণ।
অথবা হয়তো বা থাকতাম তোমারই পাশে
হাত ধরে তোমায় টেনে সরাতাম
পাথরের তলার থেকে,
বুকে বেদনার অনুভূতি নিয়ে।
সে যুগে ঘুরতাম তোমার নাম উচ্চারিয়ে
যেন মন্ত্র মুগ্ধ,আজ
সেই ধর্ম ,সেই মন্ডপ
কিছুই তো নাই।
তুমি চলে গেছো আমাদেরকে ছেড়ে,
আর নিজের দেশ,সমাজ,পরিবার,
এক নতুন সত্যের কাঠামো বানিয়ে
নিয়েছো, নিজের স্বপ্নজগৎ।
কিন্তু তুমি যদি থাকতে...
এতো ধ্বংসের মাঝে
কালও রোদ্দুর উঠত।
No comments:
Post a Comment