চাঁদের আলোয়ে শুয়ে আছে ফুলের বাগানে
আমাদের কান্নায়ে ভেজা চোখের আড়ালে
লাল,নীল সব রঙের মাঝে আমার গ্রামের মেয়ে ,
শুনতে না পাই আমার ঘরে নিশ্বাস তার ফিস্ফিসিয়ে
ঘরেও নাই, বাইরেও নাই ..আর আসবে না যে সে।
কতলোকে ভাবছে বসে আজকে তোমার কথা
বলছে যা হোক, অন্তত তো পাওনি তেমন ব্যাথা;
উধাও হয়ে গেলে তুমি , বিদায়ের হাতছানি
কিন্তু আবার তুমি জাগবে উঠে, সেই কথাটা জানি
আগেও তো ভয় পেয়েছিলেম, হারাবার তোমায়ে
কিন্তু আবার তুমি জেগেছিলে, উঠেছিলে গায়ে...
এবার কোথায় হারিয়ে গেলে আমার সোনা মেয়ে?
আমার থেকে তোমায় বেশী বাসবে ভালো কে?
বলে সবাই হলি এখন আরোও ভালো আছে
আমার মনে তাও যে কেবল একটি আশা নাচে
আবার তুমি জাগবে উঠে....!
No comments:
Post a Comment